কুবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলা

২৯ মে ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৯:৩২ PM
সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করে হামলা

সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করে হামলা © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করে ‘সাংবাদিকদের আগে মার’ বলে হামলা করার অভিযোগ উঠেছে। তারা শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর অনুসারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার (২৮ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে মার্কেটিং বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে সংঘর্ষে অংশ নেওয়া সাদেক সরকার ও সাখাওয়াত অরণ্য নামে দুই ছাত্রদলের কর্মীকে এক পাশে নিয়ে যান মোস্তাফিজুর রহমান শুভ। তখন দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ ও দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা তাকে প্রশ্ন করেন, ‘হামলায় অংশ নেওয়া এই ছেলে আপনার কর্মী নাকি? আপনি এখানে তাকে শেল্টার দিচ্ছেন নাকি?’ তখন শুভ সাংবাদিক আবু শামাকে ধাক্কা দেন।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত সজল সাংবাদিকদের প্রশ্ন করতে বাধা দেন। পাশাপাশি শুভর নির্দেশে ছাত্রদল কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করেন। ‘সাংবাদিকদের আগে মার’ বলে ধাক্কাতে ধাক্কাতে মুক্তমঞ্চ থেকে গোল চত্বরের দিকে নিয়ে যান।

আরও পড়ুন : ২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া নিয়ে যা জানাল মন্ত্রণালয়

তখন ছাত্রদল কর্মী ও বাংলা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ, ইংরেজি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম জয়, মার্কেটিং-১৭ ব্যাচের শিক্ষার্থী তাওহিদ রহমান সাকিব, তাজওয়ার তাজ ও মো. জুনায়েদসহ ২০ থেকে ২৫ জন হামলায় অংশ নেন। এ সময় দৈনিক সংবাদের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ, দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আকাশ আল মামুন হামলার শিকার হন।

হামলার ভিডিও ফুটেজ নিতে চাইলে চৌধুরী মাছাবিহর মোবাইল ছুড়ে মারেন বাংলা বিভাগের ছাত্রদল কর্মী সাইফুল মালেক আকাশ। এ ছাড়া সাংবাদিকদের দিকে মারমুখী হয়ে তেড়ে আসেন মার্কেটিং বিভাগের ছাত্রদল কর্মী তাওহিদ রহমান সাকিব। প্রতিবেদকের হাতে আসা ভিডিও ফুটেজেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক চৌধুরী মাছাবিহ বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রশ্ন করলে ছাত্রদলের সদস্য সচিব শুভ আমাকে ফোনের ভিডিও অফ করতে বলে এবং তার কর্মী সাইফুল মালেক আকাশ হামলা চলাকালীন আমাকে ধাক্কা দিয়ে মোবাইল টান দিয়ে ফেলে দেয়। এতে আমার মোবাইলের ডিসপ্লে ভেঙে যায়।

ভুক্তভোগী সাংবাদিক আবু শামা বলেন, ‘আমি মোস্তাফিজুর রহমান শুভকে প্রশ্ন করতে গেলে আমাকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে কর্মীরা আমার ওপর হামলা শুরু করেন।’

শিক্ষার্থীকে বেল্ট দিয়ে মারা ছাত্রদল কর্মীকে শেল্টার দেওয়ার অভিযোগ বিষয়ে সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, ‘পেছনে মারামারি হচ্ছিল। আমরা সামনে ছিলাম। এখানে উপস্থিত শিক্ষকরা আমাদের বিষয়টি দেখতে বলেন। যেই ছেলেটি মেরেছিল, তাকে সেখানে আটকে রাখা হয়।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘোষণা, কঠোর হচ্ছে ভিসানীতি

কোন শিক্ষকরা বিষয়টি ছাত্রদলকে সামলাতে বলেছেন, এমন প্রশ্নে তিনি অনুষ্ঠানের আহ্বায়ক ড. শরীফুল করীম ও ছাত্র পরামর্শক ও বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিনিধি ড. মো. আব্দুল্লাহ আল মাহবুবের কথা জানান।

তবে বিষয়টি অস্বীকার করে কমিটির আহ্বায়ক ড. শরীফুল করীম বলেন, ‘আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্ব আমার না। আমি কাউকে দায়িত্ব দিইনি এসব করার। আমার কাজ ছিল সব বিষয় কো-অর্ডিনেট করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করা।

সাংবাদিকের দায়িত্ব পালনে বাধা ও তাদের ওপর হামলার নির্দেশ ও ইন্দনের বিষয়টি সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ অস্বীকার করেন। তবে ভিডিও ফুটেজে সরাসরি হামলার সত্যতা রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘কেউ হামলা করে থাকলে তাদের বিষয়ে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে কথা বলার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগে চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, ‘সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা, সেখানে এ ধরনের ঘটনা কোনোভাবে কাম্য না।’

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে প্রক্টর আবদুল হাকিম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব।’

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু
  • ১৩ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনা ও টিউলিপসহ ১৮ জনের মামলার রায়ের নতুন দিন ধার্য
  • ১৩ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি মমতাজের ১১ কোটি ৮১ লাখ টাকার প্লট ও জমি জব্দের আ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপি নেতাকে বহিষ্কার
  • ১৩ জানুয়ারি ২০২৬
চাঁদা দাবি ও শ্রমিককে কুপিয়ে জখম, আনোয়ারায় ‘ট্যাটু সোহেল’ গ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
সহশিক্ষা কার্যক্রম গড়ে তোলে ‘পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় জীবন’
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9