৩ দফা দাবিতে অনড় অবস্থানে জবির শিক্ষক-শিক্ষার্থীরা, বৃষ্টিতেও বাড়ছে উপস্থিতি

বৃষ্টিতেও চরছে আন্দোলন
বৃষ্টিতেও চরছে আন্দোলন  © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা ও পুলিশের হামলার বিচারের দাবিতে অনড় অবস্থানে আছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল থেকেই বাস ভর্তি করে আন্দোলনে যোগ দিয়েছেন অনেক শিক্ষার্থী। বৃষ্টিতেও বাড়ছে তাদের উপস্থিতি।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকেই রাজধানীর কাকড়াইল মোড়ে পুরোদমে চলছে তাদের আন্দোলন ও অবস্থান কর্মসূচী। এসময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘আমার শিক্ষকের উপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা গতকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। পুলিশ আমাদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের ৮ জন টিচারকে আহত করেছে, প্রক্টরের গায়ে হাত তুলেছে। আমরা ২৪ এ আবার স্বধীন হয়েছি। তাদের হাতে আমরা দেশ তুলে দিয়েছিলাম আগলে রাখতে। তারাই আমাদের রক্ত ঝরিয়েছে।

৭০ শতাংশ আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে জবি শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনের অবস্থান ননে। দুপুর আড়াইটার পর বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজেই তারা স্লোগান দিতে থাকেন- ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’।

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে বিক্ষোভ ঢাবি ছাত্রদলের, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি

উল্লেখ্য, শিক্ষার্থীদের ৩ দফাগুলো হল— আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা। 

 


সর্বশেষ সংবাদ