ছাত্রদল নেতা সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবির ইসলামী ছাত্র আন্দোলনের

ছাত্রদল নেতা হত্যার শাস্তির দাবি ইবির ইসলামী আন্দোলনের
ছাত্রদল নেতা হত্যার শাস্তির দাবি ইবির ইসলামী আন্দোলনের  © সংগৃহীত

সন্ত্রাসীদের হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৪ মে) রাতে সংগঠনের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হাবিব আল মিসবাহর প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটির শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির। বিবৃতিতে গভীর উদ্বেগ, শোক প্রকাশ এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তথ্যসূত্রে জানা যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে বাইক চালিয়ে আসার সময় আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা জানতে পেরেছি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। 

নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত পূর্বক বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং সকল ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে হবে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence