বেরোবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫২ PM

আগামী ৩ মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বলেন, আগামী ৩ মার্চ থেকে সকল বিভাগে ১ম বর্ষের ক্লাস শুরু হবে। আর, ক্লাস শুরুর কয়েকদিনের মধ্যেই উদ্বোধনী সমাবর্তন (নবীনবরণ) অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম প্রায় শেষ। আগামী ৩ মার্চ ছয়টি অনুষদের সব বিভাগেই একসঙ্গে ক্লাস শুরু হবে। তবে, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৫মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.brur.ac.bd)-এর মাধ্যমে জানা যাবে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন শেষ ২৮ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি-শ্রমিক দলের ৬ ন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বুটেক্স ছাত্রী ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬