অধ্যাপক সুজন চন্দ্র পাল এবং ড. গাজী জহিরুল ইসলাম © টিডিসি
চলমান আন্দোলনের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সুজন চন্দ্র পাল এবং কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান ড. গাজী জহিরুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বুধবার (৮ মে) তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক সুজন চন্দ্র পাল তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেন, “আমি নিম্নস্বাক্ষরকারী ব্যক্তিগত কারণে ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক পদ থেকে পদত্যাগ করছি।”
একইভাবে, ড. গাজী জহিরুল ইসলাম তাঁর পদত্যাগপত্রে লেখেন, “আমি ব্যক্তিগত কারণে আজ ৮ মে থেকে কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরীয়ান (ভারপ্রাপ্ত) এর পদ থেকে পদত্যাগ করছি।”
উল্লেখ্য, চলমান আন্দোলনের মধ্যেই এর আগে বুধবার (৭ মে) সকালে শের-ই-বাংলা হলের প্রভোস্ট আব্দুল আলিম বশির এবং গত ২৯ এপ্রিল বিজয়-২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান একইভাবে পদত্যাগ করেন।
পদত্যাগের এই ধারাবাহিকতা চলমান আন্দোলনের প্রভাব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন।