চার দফা দাবিতে জবির প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০২ PM
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক নীতির প্রতিবাদ এবং আবাসন ভাতা, হল নির্মাণসহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘এই তালা আর খুলবে না, খুলবে না রে খুলবে না’, ‘ইউজিসির বৈষম্য, মানি না মানবো না’, ‘বৈষম্যের বাজেট, মানি না মানবো না’ স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো চত্বর। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
এ বিষয়ে ২০১৯-২০ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয় হয়েও এখানে এখনও কোন আবাসিক হল নেই। ফলে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে চলতে হচ্ছে। আমরা গত ৫ আগস্ট পরবর্তী সময়ে হল নির্মাণের দাবিতে আন্দোলন করেছিলাম। প্রশাসনের আশ্বাসে সে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু তারা সে আশ্বাস বাস্তবায়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আমরা বাধ্য হয়েই প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের চার দফা দাবি হল:
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করতে হবে।
২. ২য় ক্যাম্পাসের কাজ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে, ২০২৫-এর মধ্যে শুরু করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২য় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে ব্রিফ করতে হবে।
৪. আগামী ১৫ মে, ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।