অসচ্ছল ৫ শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিল জবি ছাত্রদল

  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আর এই কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন ও রবিউল আউয়ালসহ কয়েকজন নেতাকর্মী। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সি-ইউনিটে ১৫তম মেধাস্থান অর্জন করা খুলনার আজহারুল ইসলাম, রাকিবুজ্জামান, সুমাইয়া খাতুন, মোকসেদুল ইসলাম, সাগর কুমার দাশের ভর্তি কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করেন ছাত্রনেতারা। 

শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘শাহরিয়ার ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, পরবর্তী ক্লাস শুরু হলে কোনো প্রয়োজন হলে অবশ্যই ভাইদেরকে জানাবো।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহরিয়ার হোসেন বলেন, ‘আমি খেয়াল করলাম আমার ক্যাম্পাসে ভর্তি হবে একজন ছোটভাইয়ের আর্থিক সহায়তা প্রয়োজন। আমি তখনই আজহারুলের সাথে যোগাযোগের চেষ্টা করি। একজন শিক্ষার্থীর পড়াশোনার কাজে যদি সামান্য উপকার করতে পারি এতে আনন্দ পাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, এখনো করছে, সামনেও করে যাবে। আমিও আজহারুলের পাশে থাকতে পেরে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গর্ববোধ করছি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, ‘সবার জন্য শিক্ষা এই লক্ষ্যকে সামনে রেখে অর্থের অভাবে কোন শিক্ষার্থী  ভাই-বোনদের উচ্চ শিক্ষার পথ যেন রুদ্ধ না হয়,তাই শিক্ষার্থী বান্ধব নেতা আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ ছাত্র-ছাত্রীদের পাশে ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

দর্শন বিভাগের শিক্ষার্থী মো: আমির হোসেন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১৫তম স্থান অর্জনকারী এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাহরিয়ার ভাই। অসচ্ছল পরিবারের সন্তান ওই ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আর্থিক সহায়তা করেছেন তিনি। শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শাহরিয়ার ভাইয়ের এ সহায়তা সমাজে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ইতিবাচক কাজ ছাত্রদলের নেতাকর্মীরা সবসময়ই করে থাকে। শিক্ষার্থীর পাশে দাঁড়ানো গর্বের ব্যাপার, আমার নেতৃবৃন্দ এ সকল ভালো কাজে সহায়তা করে, এতে আমারও গর্ববোধ হয়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence