জবি রেজিস্ট্রারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম, কুশপুত্তলিকা দাহ

২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৭ PM
জবির রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিন ও তার কুশপুত্তলিকা দাহ

জবির রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিন ও তার কুশপুত্তলিকা দাহ © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক ও অমানবিক আচরণের প্রতিবাদে রেজিস্ট্রারকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেন তারা। 

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক ও অমানবিক আচরণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে একটি মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ শেষে কুশপুত্তলিকা দাহ করেন তারা।

এ সময় ‘রেজিস্ট্রারের গদিতে, আগুন জ্বালো একসাথে, স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, এক দুই তিন চার, রেজিস্ট্রার গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন তারা। 

এ বিষয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম বলেন, ‘রেজিস্ট্রার সাহেব অনেক সময়ই শিক্ষার্থীদের সাথে উগ্র ব্যবহার করে থাকেন। আমার সাথেও করেছেন একদিন। অবস্থাটা এমন ছিল, ভিসি স্যার ওই রুমে না থাকলে উনি গায়েও হাত তুলতে পারতো। এরকম উগ্র লোক প্রশাসনিক দায়িত্ব কীভাবে সামলাচ্ছেন জানি না। অতি দ্রুত উনাকে এই জায়গা থেকে মুক্তি দেয়া হোক। উনার মতো লোকদের জায়গা এখানে নাই।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ তারিখ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিনের কাছে শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের গ্যারেজ থেকে গত তিন মাসে একাধিক সাইকেল চুরির ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দিতে যায় ইভান তাহসিভসহ কয়েকজন শিক্ষার্থী। এ সকল চুরির ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ নিয়ে যাওয়ার পরই তিনি এর সমাধান না করে উল্টো অভিযোগকারীদের সাথে উত্তেজিত হয়ে তাকে রুম থেকে বের করে দেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আব…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬