৩ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে আল্টিমেটাম

১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

৩ কার্যদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ এবং গত ১৫ বছরে সব নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-

ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে; আহত শিক্ষার্থীদের সব অ্যাকাডেমিক ফি মওকুফ করতে হবে; গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ে সকল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র প্রকাশ; দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি প্রকাশ ও দুর্নীতির প্রতিবেদন উপস্থাপন; আবাসন সংকট নিরসনে ১৫ দিনের মধ্যে হল নির্মাণ কাজ শুরু ও বিকল্প আবাসনের ব্যবস্থা; আবাসন বৃত্তি চালু ও আনুপাতিক বাজেট বরাদ্দ; পূর্ণাঙ্গ সমাবর্তন আয়োজন এবং তিন কার্যদিবসের মধ্যে জকসুর নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ‌‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীলতা একান্ত কাম্য। আমরা বারবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও প্রশাসন অবহেলা প্রদর্শন করেছে। এ অবস্থা চলতে থাকলে আমরা বৃহত্তর ছাত্রসমাজের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সিফাত হাসান সাকিব, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান, মুখ্য সংগঠক মোহাম্মদ মাহিন, সংগঠক মেহেদী হাসান এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব কিশোর সাম্য, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া, উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে জন্য বদ্ধ পরিকর থাকবে : নাহি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬