শোভাযাত্রায় অংশ না নেওয়ায় ছাত্রীদের খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট
- ইবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ PM

বাংলা নববর্ষের শোভাযাত্রায় ছাত্রীদের অংশগ্রহণ না করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন হলের ডাইনিংয়ের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নববর্ষ উপলক্ষে হলটিতে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির বিশেষ আয়োজন করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালিরও পরিকল্পনা ছিল। কিন্তু আশানুরূপ সংখ্যক শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় প্রভোস্ট হতাশ হয়ে তাৎক্ষণিকভাবে দুপুরের খাবার পরিবেশন বন্ধ ঘোষণা করেন এবং রাত ৯ টায় সকল শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মিটিং ডাকার নির্দেশ দেন। ফলে শিক্ষার্থীরা দুপুরে কোনো খাবার না পেয়ে চরম দুর্ভোগে পড়েন।
হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, শোভাযাত্রায় অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল না এবং অনেকের ক্লাস ও পরীক্ষা থাকায় তারা যেতে পারেননি। কেউ কেউ দুপুরের খাবারের জন্য আগে থেকেই টোকেন সংগ্রহ করেছিলেন, কিন্তু পরে জানানো হয় খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
হলের এক ছাত্রী মাহমুদা খাতুন বলেন, “আমরা আগেই টোকেন নিয়েছিলাম। কিন্তু ক্লাস-পরীক্ষার কারণে অংশ নিতে পারিনি। পরে জানতে পারি, খাবার দেওয়া হবে না। এটা খুবই দুঃখজনক।”
হল ডাইনিংয়ের এক কর্মকর্তা জানান, ‘রাত ২টা থেকে রান্নার প্রস্তুতি শুরু হয়। দুপুরের আগে সব কিছু প্রায় প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে প্রভোস্ট স্যার রান্না বন্ধ করতে বলেন।’
প্রভোস্ট ড. জালাল উদ্দিন বলেন, “আমার হলে প্রায় ৪০০ শিক্ষার্থী থাকলেও মাত্র ৮-১০ জন শোভাযাত্রায় অংশ নেয়। ব্যান্ড পার্টি থাকলেও এত কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে র্যালি করা সম্ভব হয়নি। হতাশ হয়ে খাবার পরিবেশনের সিদ্ধান্ত বাতিল করি।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে ইতোমধ্যেই ঘটনার প্রতিবাদ এবং প্রভোস্টের পদত্যাগের দাবি উঠেছে। প্রভোস্ট এ বিষয়ে বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে।”