জবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের গণ-ইফতার মাহফিল

১৮ মার্চ ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত হয় ইফতার মাহফিলটি।

জানা গেছে, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য এই আয়োজনটি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আয়োজনের পেছনে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ। 

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।  

ইফতারে জবি ছাত্রশিবিরের আইন সম্পাদক সোহাগ আহমেদ বলেন, ‘বিগত সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ঐক্যই ছিল আমাদের শক্তি। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এই ঐক্যকে ভেঙে দিতে চায়। সবার প্রতি আহ্বান, আমরা যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রশ্নে বিভক্ত না হই।”  

আবু বাকের মজুমদার বলেন, ‘অনেকে বলাবলি করছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি দেখেছি শাহবাগে যে কয়টি মিছিল গেছে, তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো।’

তিনি আরো বলেন, ‘একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উস্কে দিয়েছে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।’

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬