জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭ মার্চ ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠান © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রোগ্রামটি আয়োজন করা হয়।

রবিবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অধিভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। সম্মানিত অতিথি ছিলেন দ্যা ডেইলি ক্যাম্পাস-এর সম্পাদক মাহবুব রনি।  

আরো পড়ুন: জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

এ ছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শাখা নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে দ্যা ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুব রনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতোই ২৪-এর গণ-অভ্যুত্থান ছিল গণযুদ্ধ, গণমানুষের সংগ্রাম। এখানে কারও ব্যক্তিগত কৃতিত্বের প্রশ্ন নেই। ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবে আরও দক্ষতা অর্জন করতে হবে, যাতে ভবিষ্যতে তারা আরও মানসম্পন্ন সংবাদ পরিবেশন করতে পারে।’ 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক মাহবুব মোর্শেদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো সব সুযোগ-সুবিধা পাচ্ছে না। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দাবি উত্থাপিত হচ্ছে, যা স্বাভাবিক। তবে আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয়। আমরা যেন আবার সেই স্বৈরশাসনের যুগে ফিরে না যাই, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার ছিল না। সবাইকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা আর কখনো ফ্যাসিবাদী শাসনকে গ্রহণ করব না।’  

জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘২৪-এর আন্দোলন আমাদের শিক্ষা দিয়েছে যে মানুষ অন্যায় ও দুর্নীতি কখনো মন থেকে মেনে নেয় না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সময়ের দাবি ছিল। ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচারী চিন্তাধারা লালন না করে। ক্যাম্পাস সাংবাদিকতার উন্নয়নের জন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের কাছে আমরা চাই, শিক্ষার্থীদের জন্য আরও প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টি করা হোক।’

ইফতার মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬