একাত্তরের মতো চব্বিশের আন্দোলন ছিল জনযুদ্ধ: মাহবুব রনি
- জবি কন্ট্রিবিউটর
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:০৩ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১১:৪২ PM

চব্বিশের আন্দোলন ছিল জনযুদ্ধ— জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘২৪-এর গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে একথা বলেন অনলাইন সংবাদমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুব রনি।
আজ রবিবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অন্তর্ভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় অনুষ্ঠানটি।
মাহবুব রনি বলেন, ‘একাত্তরের মতো চব্বিশের গণঅভ্যুত্থান ছিল একটি প্রকৃত জনযুদ্ধ। এই জনযুদ্ধে দেশের সকল মুক্তিকামী মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। এখানে কারও খুব বেশি ক্রেডিট দেওয়ার বা নেওয়ার নাই।’
তিনি আরও বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। অনেক সময় অনেক স্থানে যখন দরকার ছিল তখন সিদ্ধান্ত নিয়ে নেতৃত্বও দিয়েছেন। এই ক্রেডিট নিয়ে কেউ যদি মনোবেদনায় ভুগেন বা দেশ গড়ার কাজে পিছিয়ে থাকেন, তাহলে নতুন যে স্বপ্ন নিয়ে চব্বিশের বৈপ্লবিক গণঅভ্যুত্থান হয়েছে তা ব্যর্থ হয়ে যাবে। নতুন দেশ গড়ার সুযোগ হারিয়ে যাবে।’
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।