জবিতে রমজানে অনলাইন ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

পবিত্র মাহে রমজানে শিক্ষার্থীদের পড়াশোনা স্বাভাবিক রাখতে ১০ মার্চ থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। পাশাপাশি পূর্বনির্ধারিত পরীক্ষাগুলোও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোজায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমাতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা বাসা থেকে ক্লাসে অংশ নিতে পারে। পাশাপাশি, একাডেমিক কার্যক্রম সচল রাখতে পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ১৯ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, রমজান মাসে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা মাথায় রেখে ক্যাম্পাসে নিয়মিত বাস পরিষেবা চালু থাকবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


সর্বশেষ সংবাদ