জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

০২ মার্চ ২০২৫, ০৮:৪৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা।  শনিবার (১ মার্চ) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া এই র‍্যালিটি বিজ্ঞান ভবন হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘আহলান সাহলান – মাহে রমাদান," "রমজানের পবিত্রতা রক্ষা করো," ও "মাহে রমজানের আগমন—শুভেচ্ছা স্বাগতম" স্লোগান দেন। 

সমাবেশ থেকে শিক্ষার্থীরা মাহে রমজানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অশ্লীল কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিনেমা হল বন্ধ রাখার আহ্বান জানান।  

পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, বিগত ১৬ বছর আমরা রমজানে বিশ্ববিদ্যালয়ে কোনো আয়োজন করতে পারতাম না। প্রশাসনের বাধার কারণে ধর্মীয় সাংস্কৃতিক চর্চা সীমিত ছিল। ৫ আগস্টের পর আমরা ইসলামী সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছি। একজন শিক্ষার্থী কেবল আধুনিক সংস্কৃতি নয়, ইসলামী সংস্কৃতিও লালন করবে—এটাই স্বাভাবিক।

শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, গত বছর আমরা এখানে ইফতার আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা হোক এবং প্রয়োজনে ভর্তুকির ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে, তা যেন পুরো রমজান মাসজুড়ে চালু রাখা হয়, যাতে আশপাশের শিক্ষার্থীরা সুবিধা পায়।

মিছিল শেষে শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়।

ট্যাগ: জবি
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬