উদীচীর আয়োজনে জবিতে বাউল সুরে বসন্তের উৎসব

জবিতে বসন্ত উৎসব
জবিতে বসন্ত উৎসব  © টিডিসি সম্পাদিত

কবিতা, নৃত্য আর বাউল গানের সুরে বসন্তকে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে উদীচী জবি সংসদের আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ আয়োজনে শিল্পীরা বাউল গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাজিফ উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিরা। অতিথি শিল্পী হিসেবে অংশ নেন মুসা কলিম মুকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্ণব ভট্টাচার্য, আকাশ গায়েন, কফিল আহমেদ, জয়ন্ত পালসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের শিল্পীরা।

আরো পড়ুন: প্রশাসন-ছাত্রদলের সহায়তায় বাকৃবির হলে উঠছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

শিক্ষার্থীরা বসন্তকে স্বাগত জানিয়ে নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। জবি আবৃত্তি সংসদের সদস্যরা কবিতা আবৃত্তি করেন, যা দর্শকদের মুগ্ধ করে।  

উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কবি রহমান মুফিজ বলেন, ‘উদীচী সেই সংগঠন, যেখানে প্রেম, বিরহ, কামনা ও সংগ্রাম সবকিছুই জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্থান পায়।’


সর্বশেষ সংবাদ