গণতান্ত্রিক পদ্ধতিতে কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদলের নির্বাচন অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM

উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে ছাত্রদলের নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজে। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনে অংশ নিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীসহ সর্বমোট ৪৬২ জন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে নির্বাচন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
সরেজমিনে দেখা যায়, ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয়েছে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।
নাছির উদ্দীন নাসির বলেন, ‘দলে আগেও ভোট হয়েছে। তবে সেসময় স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ছিল না। একটি অগণতান্ত্রিক সরকার ছিল। গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজ দিয়ে গণ-অভ্যুত্থানের পরে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতা নির্বাচন শুরু হলো। সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হলে আমরা তৃণমূল থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে দলের মধ্যে গণতন্ত্র চর্চা নিশ্চিত করব।’
কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাসির আহমেদ মসনদ ও তৃতীয় বর্ষের মোতাসিম বিল্লাহ নয়ন। দুজনেই বলছেন ভোটের ফলাফল যাই হোক পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবেন।
মসনদ বলেন, ‘দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ভোটে যদি জয়ী হই, তাহলে তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’
অন্যদিকে নয়ন বলেন, ‘ভোটের আবহ খুবই সুন্দর লাগছে। নেতা নির্বাচনে এখান থেকে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শিক্ষা নিতে পারবেন। আমি যদি হেরেও যাই, তবু দলের পক্ষে সব সময় সক্রিয় থাকব।’
সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন তিনজন। তারা হলেন, সজীব আলী, শিমুল হোসেন, শোয়েব আক্তার সামি।
বিকাল ৩টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাসির আহাম্মেদ মসনদ ও ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিমুল হোসেন।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও কুষ্টিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।