গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে ফের ইউজিসির ফটক অবরোধ

ইউজিসি ভবনের গেট অবরোধ করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা
ইউজিসি ভবনের গেট অবরোধ করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি

২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে ফের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেট অবরোধ করে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউজিসি ভবনের দুটি গেট অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারীরা ‘গুচ্ছ না ব্যবসা, ব্যবসা ব্যবসা’, ‘গুচ্ছ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’, ‘গুচ্ছ নিয়ে বাণিজ্য, চলবে না, চলবে ন ‘ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
 
এর আগে গত ২৬ জানুয়ারি দুপুরে ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছ পদ্ধতি বহাল রাখার নির্দেশনা দিয়ে একটি পত্র জারি করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

আরও পড়ুন: সড়ক ছেড়ে ক্লাসে তিতুমীরের শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, ‘এর আগে আমরা আন্দোলন করেছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক বর হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি, আজকে গুচ্ছ নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ইউজিসিতে বসেছেন। আমাদের একটাই দাবি, যেকোনো মূল্যে ভর্তি সার্কুলার নিয়ে এখান থেকে যাব।’

ইউজিসি সচিব ড. মোহাম্মদ ফখরুল ইসলাম এসে গেট ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত গেট ছাড়তে অস্বীকৃতি জানান।


সর্বশেষ সংবাদ