গুলশান ছেড়ে ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেছেন তিতুমীরের শিক্ষার্থীরা

মিছিল নিয়ে কলেজের দিকে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা
মিছিল নিয়ে কলেজের দিকে যাচ্ছেন তিতুমীরের শিক্ষার্থীরা  © সংগৃহীত

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুলশান এলাকা থেকে সরে গেলেও নিজেদের ক্যাম্পাসের সামনের সড়কে অবরোধ অব্যাহত রেখেছেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিছিল নিয়ে গুলশান ১ নম্বর গোলচত্বরে সড়ক আটকে বসে পড়েন শিক্ষার্থীরা। এরপর রাত পৌনে ৮টার দিকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে রওনা হন।

এর আগে আজ বিকালে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তারা প্রথমে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালীতে সড়ক অবরোধ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবার কলেজের সামনে ফিরে যান। 

সেখান থেকে মিছিল নিয়ে গুলশান-১ নম্বর চত্বরে গিয়ে চতুর্মুখি সড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এতে করে গুলশান, বাড্ডা, মহাখালী ও তেজগাঁও অঞ্চলের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরফলে গুলশান, বাড্ডা, মহাখালী, তেজগাঁও অঞ্চলের বিভিন্ন সড়কে চলাচলকারী মানুষ ভোগান্তিতে পড়েন। 

একই দাবিতে গত বৃহস্পতিবার থেকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন করছেন। সবশেষ তথ্য অনুযায়ী, মোট ১২ জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় আজ দুজনসহ এখন পর্যন্ত মোট ছয় জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আজ শনিবার হাসপাতালে ভর্তি দুই শিক্ষার্থী হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মফিজুল ইসলাম ও বাংলা বিভাগের আবু নাঈম। তাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence