এবার বাঁশ ফেলে সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
দাবি না মানায় এবার বাঁশ ফেলে গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা তিনটায় কলেজের সামনের সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।
তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে অনশন করে আসছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রের পক্ষ থেকে এখনো দাবি না মানায়, জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শেষে কলেজের প্রধান ফটকের সামনে বাঁশ ফেলে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। এর ফলে সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে, চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।
এই সময় অনশনকারী শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘সড়ক অবরোধের ফলে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার দায় আমাদের নয় বরং রাষ্ট্রের। রাষ্ট্র যদি আমাদের দাবি মেনে নেয়, তাহলে আমরা সড়ক ছেড়ে দেব।’