সাত কলেজের স্থগিত হওয়া পরীক্ষার বিষয়ে যা বলল ঢাকা কলেজ প্রশাসন

২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন

শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষাগুলো যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কলেজে শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।  

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো স্থগিত হবে না। যথারীতি সেগুলো নেওয়া হবে। পরীক্ষাগুলো যদি সচল থাকে, ক্লাসগুলো যদি চালু রাখতে পারি আর সরকার যে পরিকল্পনায় এগোচ্ছে সেটা যদি সঠিকভাবে চলে, তাহলে এ সমস্যার সমাধান সম্ভব। 

তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা তাদের সুবিধা-অসুবিধাগুলো বিবেচনায় নিয়ে ক্লাসমুখী হবে বলে আশা করি। রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে আমরা কাজ করছি।  
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় রবিবার (২৫ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটে।

পুলিশের লাঠিচার্জ ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষ ইলিয়াস বলেন, ছাত্রদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা করছি। 

এ সংঘর্ষের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করার ঘোষণা দেন। এর অংশ হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে ভর্তির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

অধ্যক্ষ ইলিয়াস এ বিষয়ে বলেন, সাত কলেজ নিয়ে চলমান জটিলতা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃযোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।

পরীক্ষা ও শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যক্ষ বলেন, পরীক্ষা এবং ক্লাস সচল রাখলে এই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব। 

সাত কলেজের ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।

রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬