হামলায় জড়িত থাকা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী মেহেদী গ্রেফতার
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫২ AM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ কর্মী মেহেদী হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা হত্যাকাণ্ডে সম্পৃক্ততা, শিক্ষার্থীদের ওপর হামলা এবং গুলি করার হুমকির অভিযোগে তাকে আটক করা হয়।
আজ বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঘোনাপাড়ার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জুলাইয়ে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মারধর, হুমকি দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা এবং নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, ফ্যাসিবাদের উসকানিদাতা হিসেবে পরিচিত মেহেদীর বিরুদ্ধে ঘোনাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং বিএনপি নেতা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাকে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হয়েছিল।
ওসি আরও বলেন, তার বিরুদ্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে আমরা নিশ্চিত যে, গ্রেফতারের পর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মেহেদীর গ্রেফতারের পর শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এ ঘটনায় স্বস্তি প্রকাশ করলেও, ছাত্রলীগের একাংশ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, মেহেদীর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
ঘটনার পর ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।