নিজের জীবনের পর্বত জয় করতে হবে: এভারেস্ট জয়ী বাবর আলী

শিক্ষার্থীদের মাঝে এভারেস্ট জয়ী বাবর আলী
শিক্ষার্থীদের মাঝে এভারেস্ট জয়ী বাবর আলী  © টিডিসি ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রীন ক্যাম্পাসের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পর্বতারোহী ডা. বাবর আলী। অনুষ্ঠানে পর্বতারোহণের ছবি প্রদর্শন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।

রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রীন ক্যাম্পাস শুরু থেকেই ভালো কাজ করছে। পরিবেশ প্রকৃতি নিয়ে গ্রীন ক্যাম্পাসের কাজ সত্যিই প্রশংসনীয়। আশা রাখি নতুনদের নিয়ে বরাবরের মতোই গ্রীন ক্যাম্পাস তার অনন্য সাধারণ কাজ আমাদের উপহার দিয়ে যাবে।

নতুন পর্বতারোহীদের উদ্দেশ্যে ডা. বাবর আলী বলেন, সবার পর্বতারোহণের দরকার নেই, সবার জীবন একরকম নয়। জীবনে অনেক কিছু মেইনটেইন করতে হয়। কিন্তু প্রত্যাশা অধিক হলে, আর সেসব এই নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা না গেলে হতাশার জন্ম নেয়। কাজেই কারোর জন্য ওরকম সম্ভবপর না হলে পর্বতারোহণের দরকার নেই। সবার জীবনেই নিজস্ব পর্বত রয়েছে, সেটার এভারেস্ট জয় করতে পারলেই জীবন সুন্দর।

তিনি আরো বলেন, আমি ছোট থেকেই ট্রাভেলার, পর্বতারোহণের স্বপ্ন ছিল, সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি, অবশেষে পেরেছি। পর্বতের টানে তো একবার পর্বতে গিয়েছি, ওখানে এমন কিছু মানুষ পেয়েছি, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে যে, এখন মনে হয় পর্বতে মানুষের টানেও যাওয়া উচিত। পর্বত আমাকে এখনও টানে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence