মাদক সংশ্লিষ্টতা পাওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ে হলের সিট বাতিল ৪ শিক্ষার্থীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদক সেবন করায় ৪ শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করেছে প্রশাসন। শুক্রবার (১০ জানুয়ারি) পরিদর্শনের সময় হলের ৮৩১ নম্বর কক্ষে তাদের মাদকের সংশ্লিষ্টতা পায় হল প্রশাসন। পরে শনিবার (১১ জানুয়ারি) হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে তাদের সিট স্থায়ীভাবে বাতিলের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ ও হলের অভ্যন্তরের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের অভিযোগ এবং সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৩১ নম্বর কক্ষের ৪ শিক্ষার্থীর আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করা হলো। তাদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায়ই কক্ষটি থেকে মাদকের গন্ধ পাওয়া যেত। এছাড়া সন্ধ্যার পর হলটির একাধিক কক্ষে মাদক সেবন করার অভিযোগ করেছেন অনেকে। এর আগে দুই বহিরাগতকে হলে মাদক সেবনরত অবস্থায় আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের ত্রিশাল থানায় সোপর্দ করা হয়।

আরো পড়ুন: সংখ্যালঘুদের ওপর হামলা-ভাঙচুরের ৯৮% ঘটনা রাজনৈতিক কারণে: সরকার

হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, হলের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করছি। 

ভবিষ্যতেও যদি হলের কোনো কক্ষে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে সে কক্ষের সবার আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হলে নিয়মশৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।


সর্বশেষ সংবাদ