নজরুল বিশ্ববিদ্যালয়ে ছুটিকালীন নিরাপত্তায় বিশেষ কমিটি

২০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২৮ ডিসেম্বর পর্যন্ত দাপ্তরিক এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটিকালীন ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আট সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে পরিবহন সেবা, একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকলেও হল এবং জরুরি সেবা চালু থাকছে। 

কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান এবং প্রক্টরিয়াল টিমের রোস্টারে থাকা প্রক্টর ও সহকারী প্রক্টর। 

আরো পড়ুন: চাঁদা না দেওয়ায় শাহবাগের দোকান বন্ধের হুমকি ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ছুটিকালীন বিশেষ কমিটি ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবে। প্রয়োজনে কমিটির সদস্যরা রিকুইজিশনকৃত গাড়ি ব্যবহার করতে পারবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬