নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী সমর্থক কর্মকর্তাদের নতুন কমিটি
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ কর্মকর্তাদের সংগঠন ‘সাদা দলের’ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) কমিটির আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কমিটিতে একজন আহবায়ক, ৯ জন যুগ্ম-আহবায়ক এবং ১১ জন সদস্যসহ ২১ জন কর্মকর্তা স্থান পেয়েছেন।
এতে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রিন্সিপাল ডেমোনস্ট্রেটর (সফটওয়্যার) মো. আলমগীর কবির, সহকারী রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন (স্বপন), মো. আমিনুল ইসলাম, প্রিন্সিপাল ডেমোনস্ট্রেটর (হার্ডওয়্যার) মোস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী (সিভিল) এ কে এম জহিরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার আ ন ম আক্তার উদ্দিন, আশিক মুহাম্মদ ফিরোজ আকবর সিদ্দিকী, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) এস এম কাউসার আহমেদ এবং সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম।
সদস্য হিসেবে আছেন অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ হুমায়ুন কবীর, রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান, সহকারী রেজিস্ট্রার আফরোজা সুলতানা, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারী রেজিস্ট্রার নাসরীন আক্তার খানম, কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম, জুনিয়র লাইব্রেরিয়ান মোহাম্মদ আবু সাইম, প্রিন্সিপাল ডেমোনস্ট্রেটর (তবলা) পার্থ প্রতিম রায় এবং পার্সোনাল অফিসার (এস্টেট) মো. আজিজুল হক।
আরো পড়ুন: গুচ্ছ থেকে বের হলো ৭ বিশ্ববিদ্যালয়, ভর্তি আবেদন চলছে যেসব প্রতিষ্ঠানের
নেতারা জানান, যেকোনো সময় সাদা দলের আহবায়ক কমিটি পরিধি বৃদ্ধি করতে পারবে। সেই সাথে কমিটির কোনো সদস্য সার্বিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বিধি মোতাবেক কমিটি যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে।