বিএনপি নেতা ইলিয়াস হত্যায় বিক্ষোভের ডাক
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা মো. ইলিয়াস মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বিএনপি অঙ্গনে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী সোমবার (১৬ জুন) বিকেল ৪টায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে সুন্দরগঞ্জ উপজেলা ও সর্বানন্দ ইউনিয়ন বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, খানাবাড়ি মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, গত ৬ জুন রাত সাড়ে ১১টার দিকে এজাহারভুক্ত ১ নম্বর আসামি সুমন মিয়াসহ একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ইলিয়াস মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরদিন ৭ জুন বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। মৃত্যুর আগে ইলিয়াস মিয়া হামলাকারীদের নাম উল্লেখ করে একটি ভিডিও বার্তা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ ইতোমধ্যে দু'জনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত লোহার রড ও বেকি উদ্ধার করলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ দলটির।
সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের বলেন, ‘ইলিয়াস ভাই ছিলেন সর্বানন্দের মানুষের প্রেরণার উৎস। তাঁর এই নির্মম মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা আশা করি, প্রশাসন দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। ১৬ জুনের কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাব।’
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ বলেন, ‘ইলিয়াস মিয়ার নির্মম হত্যাকাণ্ড শুধু আমাদের নয়, পুরো এলাকার জন্যই শোকের বিষয়। আমরা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ষড়যন্ত্রকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সোমবারের কর্মসূচি থেকে এই দাবি আরও জোরালোভাবে তোলা হবে।’
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণের মধ্য দিয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হবে।