নখের ফুল কি কোনো রোগের লক্ষণ

নখের ফুল
নখের ফুল   © সংগৃহীত

নখ-এই ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ অংশটি শুধু শরীরের সৌন্দর্যেই ভূমিকা রাখে না, বরং আমাদের স্বাস্থ্য পরিস্থিতির এক নির্ভরযোগ্য আয়না হিসেবেও কাজ করে। অনেক সময় শরীরের অভ্যন্তরীণ সমস্যার আভাস নখের পরিবর্তনেই দেখা যায়। এমনই এক পরিবর্তন হলো—নখে সাদা দাগ, যাকে আমরা সাধারণভাবে বলি নখের ফুল।

নখের ফুল আসলে কী?
চিকিৎসা পরিভাষায় একে বলা হয় পাঙ্কটেট লিউকোনিখিয়া (Punctate Leukonychia)। এটি এমন এক অবস্থা, যেখানে নখের পাতায় ছোট ছোট সাদা দাগ দেখা যায়। অনেকেই ভুল করে ভাবেন, এটি ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। যদিও এটি পুরোপুরি সত্য নয়।

এর সম্ভাব্য কারণগুলো কী

নখে আঘাত বা ঘর্ষণ
বেশিরভাগ সময়ই এই সাদা দাগের পেছনে থাকে আঘাত বা চাপ। যেমন—টেবিলে বারবার নখ ঠোকানো, দাঁত দিয়ে নখ কামড়ানো, ম্যানিকিউরের সময় তীক্ষ্ণ যন্ত্র ব্যবহারে ক্ষতি হওয়া। এই ক্ষতিগুলো নখের জন্মস্থানে (নেইল ম্যাট্রিক্সে) চোট সৃষ্টি করে, যার ফল কয়েক সপ্তাহ পর সাদা দাগ হিসেবে দেখা দেয়।

ছত্রাকের সংক্রমণ
উষ্ণ ও আর্দ্র পরিবেশে ছত্রাক সহজেই নখে বাসা বাঁধতে পারে। এর লক্ষণ: সাদা বা হলুদ দাগ, নখ মোটা হয়ে যাওয়া, ফাটা বা ভেঙে যাওয়া

পুষ্টির ঘাটতি
যদিও বিতর্ক রয়েছে, তথাপি জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন বি-১২ ও ক্যালসিয়ামের ঘাটতি নখে প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে আরও কিছু লক্ষণ দেখা যায়: চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, বারবার ঠান্ডা লাগা, স্মৃতিশক্তি কমে যাওয়া

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
কিছু ওষুধ যেমন কেমোথেরাপি, লিথিয়াম, ব্রণের রেটিনয়েড চিকিৎসা—নখের গঠনে পরিবর্তন আনতে পারে।

ভারি ধাতুর বিষক্রিয়া
বিরল ক্ষেত্রে, আর্সেনিক বা সিসার মতো ভারী ধাতুর বিষক্রিয়ায় নখে সাদা ব্যান্ড তৈরি হয় (Mees' lines)। এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত হতে পারে।

আরও পড়ুন: প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখে যেসব খাবার

জিনগত কারণ
কোনো কোনো ক্ষেত্রে জন্মগতভাবেই এমন সাদা দাগ থাকতে পারে, যাকে বলা হয় Total Congenital Hereditary Leukonychia।

কখন সতর্ক হবেন?
যদি একাধিক নখে একসঙ্গে সাদা দাগ দেখা দেয়
যদি নখ পুরোপুরি সাদা হয়ে যায়
যদি সঙ্গে জ্বর, দুর্বলতা বা চুল পড়া ইত্যাদি দেখা যায়
যদি নখের গঠন, রং ও শক্তি পরিবর্তিত হয়
এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এটি লিভার, কিডনি বা রক্তে প্রোটিনের ঘাটতির ইঙ্গিত হতে পারে।

নখের সঠিক যত্ন নেওয়ার উপায়
নখ পরিষ্কার ও আর্দ্র রাখুন
দাঁত দিয়ে নখ কামড়ানো পরিহার করুন
জীবাণুমুক্ত নেইল কাটার ব্যবহার করুন
অতিরিক্ত নেইল পলিশ, অ্যাক্রিলিক বা জেল ম্যানিকিউর এড়িয়ে চলুন
জুতা ও মোজা নিয়মিত পরিষ্কার রাখুন
মাছ, ডিম, বাদাম, শাকসবজি ও ফলমূল খেতে থাকুন

নখের ছোট একটি সাদা দাগ কখনো নিছক তুচ্ছ, আবার কখনো বড় সমস্যার আভাস, দুটিই হতে পারে। তাই অবহেলা না করে পর্যবেক্ষণ করুন এবং সন্দেহ হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence