শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কুবিতে মোমবাতি প্রজ্বলন
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত গাজীপুরের শিক্ষার্থীদের সংগঠন জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস এসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়য়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, আবু বকর, জাগ্রত চৌরঙ্গীর সাবেক সভাপতি নাহিদ ইকবাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. জি এম মনিরুজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়া শিখার্থীদের ইতিহাস জানতে হবে, অবলম্বন করতে হবে। ইতিহাস থেকে জানতে হবে রাজাকার, আল বদর আল শামস-রা কিভাবে এদেশকে একশো বছর পিছিয়ে দিয়েছে শুধু বুদ্ধিজীবীদের হত্যা করে। সচেতন থাকতে হবে যেন এদেশ আবার একাত্তোরের পরাজিত শক্তির হাতে চলে না যায়।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাসের সদস্যরা কবিতা আবৃত্তি করেন।