নারী শিক্ষার্থীদের জন্য প্রার্থনার জায়গা নেই কবি নজরুল কলেজে

১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM

© টিডিসি সম্পাদিত

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। কলেজটিতে অন্যান্য সুযোগ সুবিধা থাকলেও নেই মুসলিম নারী শিক্ষার্থীদের সালাত  আদায়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান। এতে করে কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। যোহর সালাতের সময় ছেলেরা কলেজের মসজিদে সালাত আদায় করলেও জায়গার অভাবে সালাত আদায় করতে পারছে না নারী শিক্ষার্থীরা। 

এদিকে শিক্ষার্থীরা জানায়, সালাতের  নির্দিষ্ট জায়গা না থাকায় তারা সালাত আদায় করতে পারছে না। কলেজের অনেক নারী শিক্ষার্থী আছে রিডিং রুমে সালাত আদায় করে, আর রিডিং রুম রাত ৯.৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকে। ছাত্রীদের আলাদা সালাতের জায়গা থাকলে সময় মতো তাদের সালাত আদায় করতে পারতো। কলেজের মুসলিম নারী শিক্ষার্থীরা যতদ্রুত সম্ভব সালাত আদায়ের নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানায়।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সানজিদা খাতুন ইমু দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, আমাদের নামাজের জন্য কোনো জায়গা নেই। আমরা সময় মতো নামাজ আদায় করতে পারি না। দেখা যাচ্ছে অনেক সময় রিডিং রুমে পড়তে আসি তখন আছর ও মাগরিব নামাজের ওয়াক্ত চলে আসে তখন নামাজ পড়তে পারি না । আমাদের নারীদের জন্য নির্দিষ্ট জায়গা দেয়ার জোর দাবি জানাচ্ছি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  শিক্ষার্থী  সিনথিয়া রহমান খেয়া দ্যা ডেইলি  ক্যাম্পাসকে বলেন, কলেজে মেয়েদের নামাযের জন্য ব্যবস্থা করা এখন সময়ের দাবি । এটা একটা  ভালো উদ্যোগ হবে কলেজ প্রশাসনের । এটা আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে সাহায্য করবে।

অন্যদিকে সনাতন ধর্মালম্বী বাংলা বিভাগের শিক্ষার্থী সুস্মিতা সরকারের দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তিনি জানান, ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য একটি মসজিদ রয়েছে,  কিন্তু এখনো সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য কোন উপাসনালয় নেই। গত ১ মাস আগে সনাতনী শিক্ষার্থীদের একটা অংশ উপাসনালয়ের দাবির জন্য আবেদন করলেও তা এখনো কার্যকর হয় নি। বিভিন্ন বাহানা দিয়ে, তা এড়িয়ে গিয়েছে কলেজ প্রসাশন। কলেজে রুম সংকট, জায়গা নেই,  পরে নতুন ভবন হলে উপাসনালয় দেয়া হবে এসব বলে এড়িয়ে গেছে। কিন্তু অন্যান্য দিকে অন্যান্য সংসদ,  ক্লাব,  গুলো পেয়ে যাচ্ছে একের পর এক রুম। তাহলে সনাতনীধর্মাবলম্বী শিক্ষার্থীরা কি এইভাবেই বৈষম্যের শিকার হবে?

এই বিষয় কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, মেয়েদের নামাজের জায়গা নেই এটা আমরা অবগত আছি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কলেজে ৬ তলা একটি ভবন হবে সেখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজের জন্য  রুম করা হবে । এখন আপাতত আমরা ছাত্রীদের  কমন রুমে পর্দা  দিয়ে একটা নামাজ পড়ার জায়গার  ব্যবস্থা করে দিবো।

তিনি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয় সম্পর্কে বলেন, অন্য  কোনো কলেজে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা করে কোনো উপাসনালয় নেই তাই আমাদের কোনো পরিকল্পনা নেই এই বিষয়ে।  তাদের কালচারাল প্রোগ্রাম গুলো কলেজ অডিটরিয়ামে করার ব্যবস্থা করে দেয়া হয়। তারা শান্তিপূর্ণ ভাবে সেখানে তাদের ধর্মীয় উৎসব পালন করে।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬