দেশি-বিদেশি গবেষকদের পদচারণায় মুখর চুয়েট ক্যাম্পাস
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে ‘৭ম পুরকৌশল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স আইসিএসিই-২০২৪’। এ দিন দেশবিদেশের বিভিন্ন গবেষকদের নানা গবেষণা প্রবন্ধ উত্থাপিত হয়েছে চুয়েট পুরকৌশল বিভাগের আয়োজিত এ সম্মেলনে।
১২ থেকে ১৪ ডিসেম্বর আয়োজিত তিনদিন ব্যাপী এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূতাত্বিক গবেষণা সহ পুরকৌশলের নানা গবেষণার চিত্র আলোচিত হয়। যেখানে আলোচক হিসেবে ৮টি ভিন্ন দেশ থেকে আসা বিদেশি গবেষক অংশগ্রহণ করেন। সর্বমোট ৪৪৭টি গবেষণা পত্রে সম্মেলনে উত্থাপিত হয়।
সম্মেলনের প্রথম দিন গবেষণা প্রবন্ধ উপস্থাপনের কারিগরি পর্ব শুরুর পাশাপাশি আয়োজন করা হয় ৩টি আলোচনা। এই আলোচনাগুলোয় আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন নিউজিল্যান্ডের ওপেন পলিটেকনিকের প্রকৌশলী অধ্যাপক ড. গ্রেগরি ডি কস্টা, কিংডম অব নেদারল্যান্ডেসের প্রতিনিধি মিস নিলজি কিলিয়া ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শামস তানভির।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, গেস্ট অব অনার ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, চুয়েটের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ মোজাম্মেল হক, চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স সভাপতি ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। এতে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. সজীব উল্লাহ।
সম্মেলনে আমন্ত্রিত বক্তা নিউজিল্যান্ড ইঞ্জিনিয়ারিং ওপেন পলিটেকনিকের প্রিন্সিপাল ড. গ্রেগরি ডি কস্টা বলেন, ‘বাংলাদেশে এখানকার অবস্থা, পরিবেশ দেখে ভালো লাগছে। এই বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও অন্যান্য যন্ত্রপাতি, সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে দেখেছি। এগুলো যথেষ্ট উন্নত। শিক্ষার্থীরাও যথেষ্ট জ্ঞান সম্পন্ন। আশা করি, তারা বিশ্বমানের পড়ালেখার পরিবেশ বজায় রেখে দেশে ভালো ইঞ্জিনিয়ারের জোগান দিয়ে যাবে।’
অনুষ্ঠানের দ্বিতীয় দিন (১৩ ডিসেম্বর) আমন্ত্রিত বক্তা হিসেবে আলোচনা রাখেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডেলেইডের অধ্যাপক ড. স্কট স্মিথ, কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ডের অধ্যাপক ড. আশুতোষ সুত্রধর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান।
সম্মেলনটির সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার বলেন, ‘আইসিএসিই ২০২৪, এই আন্তর্জাতিক সম্মেলনে সর্বমোট ৮টি ভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা অংশ নিয়েছেন। পুরকৌশলের বিভিন্ন ফিল্ডে হওয়া রিসার্চ গুলো থেকে ১০৮৩ টি রিসার্চ পেপারের মধ্যে ৪৪৭ টি বাছাই করে আমরা এই সম্মেলনে উপস্থাপনের ব্যবস্থা নিয়েছি। আশা করি, সামনেও এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে।’