সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা দিচ্ছে পিআইবি, আসন ৫০

১২ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে © সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (এক বছর মেয়াদি, দুই সেমিস্টার) ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। মোট ৫০ প্রার্থী ভর্তির সুযোগ পাবেন এই কোর্সে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। 

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২ বা ৩ বছর মেয়াদি স্নাতক (পাস) অথবা, ৩ বা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস থাকতে হবে;

*স্নাতকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর/সিজিপিএ-২ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে অনলাইনে ‘প্রাথমিক আবেদনপত্র’ পূরণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি দেওয়ার পর পিআইবির এই ওয়েবসাইট থেকে ‘ভর্তি আবেদন ফরম’ পূরণ করতে হবে। পিআইবি ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারবেন ১৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

আবেদন ফি—

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক আবেদন জমাদানের পর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মোবাইল ব্যাংকিংয়ের ০১৯৭৮৮১৮৮৫৬ বিকাশ নম্বরে ৫০০ টাকা পাঠাতে হবে। রেফারেন্সে প্রাথমিক আবেদনের রোল নম্বর লিখতে হবে। ট্রানজেকশন আইডি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে;

আবেদনকালে দরকারি কাগজপত্র—

*জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা প্রাথমিক আবেদনপত্রের পিডিএফ কপি;

*পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সফট কপি);

*স্নাতকে উত্তীর্ণের সনদ, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত স্ক্যান কপি (পিডিএফ);

*দ্বৈত ভর্তি না হওয়া বিষয়ক অঙ্গীকারনামার স্বাক্ষরিত কপি (পিডিএফ);

*সংবাদপত্র, বিজ্ঞাপনী সংস্থা ও অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও গণযোগাযোগবিষয়ক পেশায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্রের পিডিএফ কপি;

কোর্স ফি—

কোর্স ফি হিসেবে এককালীন ১৬ হাজার টাকা জমা দিতে হবে;

ক্লাস—

শুক্র ও শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা;

আবেদনের শেষ তারিখ—

*জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করতে হবে ১৭ ডিসেম্বরের মধ্যে;

*পিআইবি ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে;

ভর্তিবিষয়ক বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা সমন্বয়কারী, সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম। মোবাইল নম্বর: ০১৯৭৮৮১৮৮৫৬ (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ৩, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০ বরাবর যোগাযোগ করতে পারবেন। 

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage