ছাত্রত্ব নেই— ছাত্রদলের এমন নেতৃত্ব চান না কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
কবি নজরুল কলেজ ও ছাত্রদল

কবি নজরুল কলেজ ও ছাত্রদল © লোগো

কবি নজরুল সরকারি কলেজে শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের গুঞ্জনে বেশ সরগরম ক্যাম্পাস। সাম্প্রতিক সময়ে ছাত্রনেতাদের তৎপরতা এবং নানা কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থীরা জোর দাবি তুলেছেন, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থীদের যেন অগ্রাধিকার দেওয়া হয়।

শিক্ষার্থীদের মতে, কবি নজরুল কলেজ ছাত্রদলের পুরনো কমিটিতে এমন অনেক নেতা রয়েছেন, যারা নিয়মিত শিক্ষার্থী নন বা পড়াশোনার সঙ্গে যুক্ত নন। এতে করে ছাত্র সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের প্রকৃত সমস্যার প্রতিফলন ঘটে না। 

এ বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা চাই এমন নেতা, যারা আমাদের মতো ক্লাস করে, আমাদের সমস্যাগুলো বোঝে এবং আমাদের স্বার্থে কাজ করে। শুধু পদ দখলের রাজনীতি নয়, সত্যিকার নেতৃত্ব প্রয়োজন।’

শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, ছাত্র রাজনীতির গুরুত্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার জন্য। তবে নিয়মিত শিক্ষার্থীদের বাইরে থেকে নেতৃত্ব বাছাই করলে তা বাস্তবায়ন সম্ভব নয়।

তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাহিমা বলেন শিক্ষার্থী বলেন, ‘যারা শুধুমাত্র রাজনীতির উদ্দেশ্যে ক্যাম্পাসে আসে, তাদের চেয়ে নিয়মিত ক্লাস করা শিক্ষার্থী অনেক বেশি যোগ্য নেতা হতে পারে।’

এদিকে নতুন কমিটির গুঞ্জনে ছাত্রনেতাদের নানা তৎপরতা ও কার্যক্রম ক্যাম্পাসে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। কলেজে ছাত্রনেতাদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষার্থীদের মনযোগ আকর্ষণ করতে নানা ধরনের কার্যক্রম শুরু তারা। তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি, এই তৎপরতা যেন শিক্ষার পরিবেশ নষ্ট না করে। বিগত দিনের স্বৈরাচার হাসিনা সরকারের দোসর ছাত্রলীগের অনুরূপ না হয়ে উঠে।

কলেজের কিছু শিক্ষকও শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন করলে নেতৃত্বের স্বচ্ছতা এবং দায়িত্ববোধ বাড়বে। এটি শিক্ষার পরিবেশ রক্ষা করতেও সহায়ক হবে।’

অন্যদিকে কবি নজরুল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সংগঠনের মূলনীতি মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেশ নায়ক তারেক রহমানের নিদের্শনা মেনেই আগামীদিনে সকল ক্যাম্পাসে ছাত্রদলের সাংগঠনিক দায়িত্ব পরিবর্তন হবে। সেখানে যারা আসবেন তারা অবশ্যই কলেজের শিক্ষার্থীই হবেন। 

শিক্ষার্থীদের দাবি এবং প্রত্যাশা তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে কিনা, তা দেখার জন্য অপেক্ষা করতে বলেন তিনি। তবে তিনি প্রত্যাশা করেন, আওয়ামীলীগ শাসন আমলে ত্যাগী ও নির্যাতিত নেতা এবং নবীন কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬