বর্ণাঢ্য আয়োজনে বেরোবিতে রোকেয়া দিবস উদযাপন
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:২০ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
দিবসের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয় এবং একই স্থানে রোকেয়া বই মেলা ও রোকেয়া’র বই প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠানের পর কুইজ প্রতিযোগিতা এবং রোকেয়ার গল্প অবলম্বনে নাটিকার মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি টানা হয়। শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান ছাড়াও মহীয়সী বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরীর সঞ্চালনায় ‘বেগম রোকেয়ার স্বদেশ ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এতে সভাপতিত্ব করেন রোকেয়া দিবস আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন এবং দিবসের আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
এ সময় আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস-এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, উইমেন এন্ড জেন্ডার স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীরসহ বেরোবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী।