ঢাকা কলেজের সকল ক্লাস স্থগিত

ঢাকা কলেজ
ঢাকা কলেজ  © টিডিসি ফটো

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ‘সুপার মানডে’ (মারমারি) ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় সোমবার (২৫ নভেম্বর) ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

রবিবার (২৪ নভেম্বর) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজ সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সকল শিক্ষার্থীকে বাইরের যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার জন্য বিনীত অনুরোধ করা হলো। অথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হাতে লেখা এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জানিয়েছেন, ‘অনিবার্য কারণবশত ২৫ নভেম্বর ২০২৪ তারিখ ঢাকা কলেজের সকল ক্লাশ স্থগিত করা হল। কলেজ বাস ছাত্র আনার জন্য যাবে না।‘

প্রসঙ্গত রবিবার দুপুর ২ টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকার ৩০ এর অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাংচুর করে। এতে অন্তত ৪০ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সুপার মানডে বা মারামারির ঘোষণা দিয়েছে ঢাকা কলেজসহ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্লাস বন্ধের ঘোষণা দেয় ঢাকা কলেজ প্রশাসন।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence