জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ববিতে ফুটবল টুর্নামেন্ট
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:২১ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১১:২১ AM
জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মৃতি স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)‘বিজয়-২৪’ আয়োজনে শুরু হয়েছে জেলা অ্যাসোসিয়েশনভিত্তিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪। টুর্নামেন্টের এ পর্বে মোট ২৭টি দল অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক ড. লোকমান হোসেন, গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. হাফিজ আশরাফুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিজয়-২৪-এর নেতারা।