দুই বিশ্ববিদ্যালয় পেল নতুন প্রো-ভিসি

অধ্যাপক সাঈদ ফেরদৌস ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান
অধ্যাপক সাঈদ ফেরদৌস ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান  © টিডিসি

আরও দুই বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। অন্যদিকে, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই দুইজনকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে এই নিয়োগ যেকোনো সময় বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

নতুন প্রো-ভাইস চ্যান্সেলরদের শর্তে বলা হয়েছে, তাঁরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে তাঁদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে।


সর্বশেষ সংবাদ