দাবি আদায়ে অনড় সাত কলেজ শিক্ষার্থীরা, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে এখনও অনড় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (৩ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকল ক্যাম্পাসে ক্লাস–পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। শিক্ষক কর্মচারীরা অফিস কক্ষে বসে আছেন। বেলা ১১টায় ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত থেকে মুক্তি ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে মিছিল বের করে। মিছিলটি নিয়ে কলেজের শহীদ মিনারের সামনে এসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা কলেজ শিক্ষার্থী আসিফ গাজী বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য উপেক্ষা করে সাত কলেজের প্রত্যেক কলেজে আজকে রবিবার ও আগামীকাল সোমবার জনসংযোগ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। 

‘সকাল থেকে ঢাকা কলেজসহ প্রত্যেক ক্যাম্পাসে গণসংযোগে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে, হলে হলে গণসংযোগ কর্মসূচি চালিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা, প্রয়োজনে তাঁরা আরো কঠোর কর্মসূচি দিবে। আন্দোলনকারী দাবি না পূরণ হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

f40ca27b-0f7f-4b59-875c-721f3fc0b37e

ক্লাস-পরীক্ষা বর্জনে ফাঁকা পড়ে আছে ক্লাসরুমগুলো

এদিকে ইডেন মহিলা কলেজের ২নং গেট থেকে বেলা ৯ টা থেকে  শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগে গিয়ে ক্লাস-পরীক্ষা বর্জনে গণসংযোগ করেন। 

এসময় ‘ক্লাসে ক্লাসে তালা দে, অধিভুক্তি কবর দে, কমিটি বাতিল কর,কমিশন গঠন কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। জানা যায়, গতকাল রাত থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ কর্মসূচি পালন করছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

কর্মসূচির বিষয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার বলেন, আজকে ইডেন কলেজে গণসংযোগ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আন্দোলনে বিগত দিনগুলোর তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। তারা আজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং সফলভাবে আজকের কর্মসূচি পালন করা হচ্ছে।

একই দাবিতে বেগম বদরুন্নেসা কলেজে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বেলা ১১টা থেকে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সাত কলেজ আন্দোলনের বেগম বদরুন্নেসা কলেজের প্রতিনিধি নুসরাত জানান, আমরা ক্লাস বয়কট করেছি কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে পরীক্ষা বয়কট করা হয়নি।

New Project - 2024-11-03T155942-561

বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

দের বিসকাল ১০ টায় সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা মিরপুরের টেকনিক্যাল সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিক্ষোভ কর্মসূচির সাথে সাথে ক্লাস-পরীক্ষা বয়কট করা হয়েছে। বিভাগগুলোতে শিক্ষার্থীদের উপস্থিত নেই।

এছাড়াও কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বয়কট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে সরকারি তিতুমীর কলেজে ভিন্ন চিত্র দেখা গেছে। এ কলেজের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা যায়। তবে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির জন্য তিতুমীর কলেজ প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের নিয়ে পূর্বঘোষিত মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দাবির বিষয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না পাওয়ায় গতকাল বিকালে সংবাদ সম্মেলন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence