তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৭ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৭ PM
সরকারি তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কলেজের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তসলিম চৌধুরীকে সভাপতি ও বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন মঞ্জুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত এক সভায় এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা ইসমাইল হোসেন জনি, সুলতান মাহমুদ পরশ, মেহেদী হাসান নিশান, আব্দুল হান্নান ফরহাদ, এবি এম লোটাস মামুন, এম কে স্বাধীন, কামাল হোসেন, সোহেল আলম সাগর, মো. ফয়সাল মাহমুদ, কামরুল ইসলাম সাগর, জাহের ইসলাম জাহাঙ্গীর, কবির হোসেন রূপম, মো. ইমরান হোসেন, তাওসীফ মাইমুন, রাজু আহমেদ, আরমান হোসেন প্রমুখ।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আছেন সিয়াম আহমেদ, সহ-সভাপতি মেহেদি হাসান, সালেহ আহমেদ ও রিয়াদ হোসেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মো. মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুদ্দোহা সায়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফ হোছাইন।
সাংগঠনিক সম্পাদক মো. হাবীবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ওয়াসেফ আদনান রাতুল, আরেফীন হাওলাদার, মো. জিহাদ হোসেন। দপ্তর সম্পাদক পদে মাহিয়ান ইসলাম অয়ন, প্রচার সম্পাদক পদে হুসাইন মুহাম্মদ রাসেল, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজানা রহমান মিম, ছাত্রী বিষয়ক সহ সম্পাদক সালমা বেগম মিথি। এ ছাড়া কমিটিতে সদস্য পদে আছেন তাসনিমুল হাসান তাবিব, জিহাদুল ইসলাম রাফসান, জিল্লুর রহমান মারুফ ও মো. মামুন অর রশিদ।
নতুন কমিটি নিয়ে মো. আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র ও লক্ষ্য উদ্দেশ্য থাকে, আমাদেরও রয়েছে। আমাদের কাজ মূলত শিক্ষার্থীদের নিয়েই। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমরা শিক্ষার্থীদের আবাসন সমস্যা, আর্থিক সমস্যা, শিক্ষা উপকরণের সমস্যা সমাধানে কাজ করবো। এ ছাড়া আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও মনোযোগ দেব।
কমিটির সভাপতি তসলিম চৌধুরী বলেন, ছাত্রকল্যাণ শিক্ষার্থীদের সংগঠন। এ সংগঠন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর। শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করতে চাই। একে অপরের সুখে-দুঃখে আমরা পাশে থাকব। এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।