কুবির প্রোভিসি মাসুদা কামাল, ট্রেজারার সোলায়মান

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
ড. মাসুদা কামাল ও ড. মোহাম্মদ সোলায়মান

ড. মাসুদা কামাল ও ড. মোহাম্মদ সোলায়মান © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রো ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল। বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন বিষয়টি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কয়েকটি শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে। 

নিয়োগের শর্তে বলা হয়, প্রো ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার হিসেবে তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক তারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬