জবির ছাত্রী হলে ছাত্রলীগ কর্মীদের অবাঞ্ছিত করে পোস্টারিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানার  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ব্যানারে ছাত্রলীগ কর্মীদের নাম ও ব্যাচ লিখে টানিয়ে দেওয়া হয় হলের সম্মুখভাগে।

ব্যানারের লিখায় দেখা যায়, ‘গণহত্যা সমর্থনকারীদের অবাঞ্ছিত ঘোষণা’। এছাড়াও জুলাই বিল্পবের বিপক্ষে থাকা ও গণহত্যা সমর্থনকারী ছাত্রলীগ কর্মীদের ফজিলাতুন্নেছা মুজিব হলে অবাঞ্ছিত ঘোষণা করা হলো বলেও লিখা ছিল। 

যাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ইভা রহমান, প্রাণিবিদ্যা বিভাগের স্বর্না পাটোয়ারী, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের মৈত্রী বাড়ৈ, বাংলা বিভাগের আফিয়া আঞ্জুম।

এছাড়াও রয়েছেন গণিত বিভাগের নিপুণ ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের মুনিয়া আক্তার যুথি,দর্শন বিভাগের রিশাত আরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৃজা,শিক্ষা ও গবেষণার ফারহানা ঐশী।


সর্বশেষ সংবাদ