জবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৮ আগস্ট ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহির উদ্দীন আরিফের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।  আজ রোববার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবিরের হাতে স্পষ্ট বিবৃতি দেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন,মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জহির উদ্দিন আরিফ চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর বিপক্ষে অবস্থান করেন এবং আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সাথে ভয়ভীতিমূলক আচরণ করেন।

এছাড়াও চেয়ারম্যানের কারণে বিভাগের শিক্ষার মান হ্রাস পেয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে যার মাধ্যমে শিক্ষার্থীরা অবহেলার শিকার হয়ে আসছে অতএব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে জানান তারা।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, আরিফ স্যার চেয়ারম্যান হওয়ার পর থেকেই বিবিএ চারটি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট অনেক পিছিয়ে গিয়েছে। চলমান সেমিস্টার ৮ মাস হয়ে গেলেও পরীক্ষার খোঁজ খবর নেই। উনি সব সময় খামখেয়ালি করেই যাচ্ছেন। 

আমাদের একজন শিক্ষার্থীকে ভাইবা বোর্ডে রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করেছেন যেখানে একাডেমিক কোন প্রশ্নই করেননি। উনি সব কিছুতেই জাহাঙ্গীর কবির নানকের কথা বলে বেড়ান সব জায়গায়। আল্টিমেটাম দেয়ার পর এক শিক্ষার্থীকে ফোন দিয়ে বলেন ‘আমি ভয় পাওয়ার মানুষ না আমি ভয় পাই না, দেখে নিবো’

এসময় ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির চেয়ারম্যানের পদত্যাগের ব্যাপারে পদক্ষেপ নিবেন বলেন এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহবান জানান।

ট্যাগ: জবি জবি
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬