জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মাঠ হস্তান্তর করেন ঢাকা জেলা প্রশাসন। © টিডিসি ফটো
পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধূপখোলা মাঠ আবারো ফিরে পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার (১৮ আগস্ট) বিকালে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস থেকে কর্তৃপক্ষসহ মিছিল নিয়ে ধূপখোলা মাঠে যায় শিক্ষার্থীরা। আনুষ্ঠানিকভাবে কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার সহ আরো শিক্ষকবৃন্দ। পরবর্তীতে শিক্ষার্থীরা গেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ নামে ব্যানার লাগিয়ে দেন।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এটা আমাদের অন্যতম একটা দাবি ছিল। ছোট ক্যাম্পাস হওয়াতে এটা খেলাধুলার পর্যাপ্ত কোনো জায়গা পেতাম না। এখন থেকে ধূপখোলা মাঠ আমাদের। আমরা আস্তে আস্তে আমাদের অন্যান্য দাবিগুলো আদায়ে সোচ্চার হবো।
এর আগে গতকাল জবি সংস্কার আন্দোলন নামে প্ল্যাটফর্ম চালু করে। এবার থেকে সকল দাবি আদায়ে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করে তারা এগিয়ে যাবে বলে জানান।
প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠটি দখল করে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তারপর থেকেই মাঠে কোনো কর্তৃত্ব ছিল না বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শেখ হাসিনা সরকারের পতনের পর জবি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ মাঠ পুনরায় বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন।
এদিকে দীর্ঘদিন পর খেলাধুলার জন্য মাঠ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল রিয়াদ বলেন, এই মাঠ আমাদের। ক্যাম্পাসে আসার পর সকাল-বিকাল আমরা খেলাধুলা করেছি। করোনার মধ্যে হুট করে বেদখল হয়। মাঠের এক পাশে মার্কেট তোলা হয়। আমরা আবারও খেলতে পারবো। জবিয়ানদের জন্য এটি আরেকটি বিজয়।