সাজিদের নাম অনুসারে জবির একাডেমিক ভবনের নামকরণ

শহীদ সাজিদ একাডেমিক ভবন
শহীদ সাজিদ একাডেমিক ভবন  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে শহীদ সাজিদ একাডেমিক ভবন রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ১৪ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মারা যান। আজ সকাল ১০ টায় তার গ্রামে বাড়ি টাঙ্গাইলে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন কার্য সম্পন্ন করা হয়।

সাজিদ বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১০১৯ শিক্ষাবর্ষের একাউন্টিং ও ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্নত্যাগ কে স্মরণীয় করে রাখতে তার নামে জবির নতুন একাডেমিক ভবনের নামকরণের সিদ্ধান্ত নেয় সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, সাজিদ ভাই এই ভবনেই ক্লাস করতো।তিনি এই আন্দোলনে শহীদ হয়েছেন।আমরা আমার ভাইয়ের এই আত্নত্যাগ কখনোই ভুলে যেতে পারি না।তাই আমরা তার নামানুসারে এই ভবনের নামকরণের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করেছি এবং প্রশাসন এ ব্যাপারে আমাদের সাথে একমত পোষণ করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence