আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা জবির ১২টি হলের অবস্থান কোথায়?

দখলে থাকা জবির  বিভিন্ন হল
দখলে থাকা জবির বিভিন্ন হল  © টিডিসি ফটো

বছরের পর বছর দখলে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২টি হল। দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের বড় একটা অংশ জানেনই না কোথায় আছে তাদের এই হল গুলো। তবে এবার হল উদ্ধারের জন্য আন্দোলনের ডাক দিয়েছে  বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকদের সাথে নিয়ে আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে আন্দোলনে নামবেন তারা। কিন্তু কোথায় এই হল? কাদের দখলে ছিল এই হল গুলো?

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট হল রয়েছে ১২টি। পুরান ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত এই হল গুলো সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ব্যবসায়ী ও রাজনৈতিক কাজে দখলে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হল দখল করে রেখেছে পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য হাজী সেলিম। হাজী সেলিম জগন্নাথের এক হল দখল করে বানায়  গুলশান আরা সিটি নামে একটি বহুতল ভবন। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দেন একাধিক হলকে।

হল গুলো হলো- ড. হাবিবুর রহমান হল ৩৫,৩৬ ও ৩৭ নং গোলক পাল লেন, শহীদ শাহাবুদ্দিন হল ৮২ জুলহান বাড়ি লেন, বাতুলা তাঁতী বাজার, শহীদ আনোয়ার শফিক হল, ১নং শরৎচন্দ্র চক্রবর্তী রোড, মাহুতটুলী, আরমানিটোলা, শহীদ আজমল হোসেন হল ১৬ ও ১৭ নং রমাকান্ত নন্দী লেন, পাটুয়াটুলী, নজরুল ইসলাম হল ৫/১, ২,৩,৪ ও ৬ গোপীমহন বসাক লেন ও তিব্বত হল ৮ ও ৯ নং জিএল পার্থ লেন, কুমারটুলি ওয়াইজ ঘাট। 

এছাড়াও রয়েছে, ‘বাণী ভবন’ হল,১নং ঈশ্বর দাস লেন, প্যারিদাস রোড, আব্দুর রউফ মজুমদার হল ১৭ ও ২৫ যদুনাথ বসাক লেন, সাইদুর রহমান হল, ১৫ ও ১৬ যদুনাথ লেন, আব্দুর রহমান হল, ৬নং এসি রায় রোড, আরমানিটোলা, বজলুর রহমান হল, ২৬ মালিটোলা, বংশাল ও ক্রাউন ভবন (যা পূর্বে বিলুপ্ত সরকারি জগন্নাথ কলেজের কর্মচারীদেরও আবাসস্থল ছিল)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence