বুলেটবিদ্ধ হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

০৬ আগস্ট ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
আব্দুল কাইয়ূম

আব্দুল কাইয়ূম © টিডিসি ফটো

'লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম। গতকাল (৫ আগস্ট) লংমার্চে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে সাভারে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। এবং আজ (৬ আগস্ট) সকাল ৯টায় মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আব্দুল কাইয়ূম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভারের সিআরপি হলপিটাল পার্শ্ববর্তী টগর মুড়ার মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। 

এসব তথ্য নিশ্চিত করে নিহতের বড় ভাই মোহাম্মদ কাউসার বলেন, "আমার ভাই গতকাল আন্দোলনে গেলে সাভারের নিউমার্কেট এলাকায় তাঁর গায়ে গুলি লাগে। সেই গুলিতে কিডনি ফুটো হয়ে যায়। গতকাল গুলি বের করা হলেও লাইফ সাপোর্টে ছিল।  আজকে ডাক্তার বললো আনার ভাই আর বেঁচে নেই। আমার একটা মাত্র ছোট ভাইটাকে হারাইলাম। আল্লাহর এটা কেমন বিচার। 

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬