রাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশে বিলম্ব

২৯ অক্টোবর ২০১৮, ১২:৪৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মোট ৫ ইউনিটের ৪ টিরই ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ‘ই’ ইউনিট ভুক্ত সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ফল প্রকাশে বিলম্ব ঘটছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২২ ও ২৩ অক্টোবর মোট ৫ ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর সি ইউনিট ভুক্ত বিজ্ঞান অনুষদ, ২৬ অক্টোবর বি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা ও আইবিএ এবং ২৭ তারিখ রাতে এ ইউনিট ভুক্ত কলা এবং ডি ইউনিট ভুক্ত জীব ও ভূবিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশ করা হয়। যদিও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ‘ই’ ইউনিটের পরীক্ষা এখনো প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ফল প্রকাশে বিলম্ব হওয়ার বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. ফখরুল ইসলাম দাবি করেন, আইন অনুষদের ডীন স্যার ঢাকাতে আছেন। হরতালে আটকা পড়েছেন। তাই ফল দিতে বিলম্ব হচ্ছে। আর ফল জালিয়াতির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, স্যার আসার আগে একটু ক্রস চেক করে নিচ্ছি। যাতে ফল নিয়ে কোন সমস্যা না হয়। 

এদিকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছিল। ওই সময় এ নিয়ে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬