কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ববিতে স্মৃতিসৌধ নির্মাণ

১৭ জুলাই ২০২৪, ১১:৩৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নির্মাণ হচ্ছে স্মৃতিসৌধ। বুধবার (১৭ জুলাই) টানা ছয়ঘন্টা রাস্তা অবরোধের পর নির্মাণাধীন স্মৃতিসৌধের সামনে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়।

গত সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর মঙ্গলবার (১৬ জুলাই) বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। পাল্টাপাল্টি হামলাও চলে।এমনকি একদফা দাবিতে কোটা সংস্কার চেয়ে সড়ক-মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনে বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে মোট ছয়জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যাটাও অনেক বেশি। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত অবরোধ করে রাখেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পেছনে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করে। এর আগে সন্ধ্যার পর গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমাদের ভাইদের যেভাবে হত্যা করা হয়েছে যেটি হৃদয় বিদারক। আমরা তাঁদের ভুলতে চাইনা।এজন্য কোটা আন্দোলনে শহীদদের স্মরণে এটি নির্মাণ করেছি।যাতে সারা বাংলার মানুষ স্মরণ করে রাখে।

আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬