কুবি শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নের ঘটনায় উদ্বেগ অ্যামনেস্টির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:১৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (১১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়ার ফেসবুক পেজে এক পোস্টে এ উদ্বেগ জানানো হয়েছে। এদিন পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেটে অন্তত ২০ জন আহত হন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নে শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হওয়ার সংবাদে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বিগ্ন। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভে অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা।
আরো বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ মানুষের তাদের অভিযোগ প্রকাশ করতে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধান অনুযায়ী বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করার প্রতিশ্রুতি রয়েছে।
আরো পড়ুন: প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই কুবি শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ
অ্যামনেস্টি বলছে, কর্তৃপক্ষের উচিত প্রতিবাদ করার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারীদের সুরক্ষা নিশ্চিত করা। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বল প্রয়োগ বন্ধেরও আহবান জানানো হয়েছে।