নীলক্ষেত ছেড়ে শাহবাগের দিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজ শিক্ষার্থীরা

ঢাকা কলেজের গেটের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা কলেজের গেটের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে নীলক্ষেত মোড়ের অবরোধ ছেড়ে রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সায়েন্সল্যাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে আসেন। নীলক্ষেত মোড় অবরোধ করতে গেলে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন। সেখানে সাময়িক উত্তেজনার তারা নীলক্ষেত মোড় ছেড়ে ঢাকা কলেজের গেটে এসে জড়ো হন।

পরে কলেজ গেটে ঢাকা কলেজের কোটা সংষ্কার আন্দোলনের আহ্বায়ক নাজমুল হাসান ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। এরপর তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ দায়িত্বে শাহবাগের দিকে যাওয়ার আহ্বান জানান।

নাজমুল হাসান বলেন, সকল গ্রেডে চাকরির ক্ষেত্রে ৫% কোটা বহাল রেখে সংসদে আইন পাশ করতে হবে। এই দাবি আদায়ে আমাদের যেমন কষ্ট করতে হবে, তেমনি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা কোন ধরনের উষ্কানিতে পা দেব না। তবে আমাদের কেউ বাধা দিলে আমরাও তাদের প্রতিহত করবো।

এর আগে, এদিন বিকাল ৫টার দিকে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের একটি অংশ বাংলামোটরের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। অন্যরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ব্যারিকেডে ভেঙে ফেলার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


সর্বশেষ সংবাদ